দাম মিলছে না! রাস্তায় সবজি ফেলে বিক্ষোভ কৃষকদের

সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। উৎপাদিত সবজি নিচ্ছেননা পাইকাররাও। তারই প্রতিবাদে মঙ্গলবার জাতীয় সড়কের ওপর সবজি ফেলে অবরোধ বিক্ষোভ করলেন কৃষকরা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাইপাস বাজারে পাইকারি হাটের ঘটনা।

ফসলের ন্যায্য দামের জন্য কৃষকরা জাতীয় সড়কে সবজি ফেলে রাস্তা অবরোধ করে হুমকিও দেন। সেই সঙ্গে কৃষকরা তাদের উৎপাদিত ফসল রাস্তায় ফেলে বিক্ষোভও দেখান। ভোট মিটে গেলও সঠিক দাম না পাওয়া এবং পাইকাররা ফসল না নেওয়ার কারণে পাইকার দশকে কৃষকের বচসা বাধে। সেখানেই বহিরাগত পাইকারদের সাথে কৃষকদের প্রায় হাতাহাতি হয়।

ঘটনাস্থলেই একটি টোটো এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে হাটে মাল কিনতে আসা পাইকারদের অভিযোগ। আগামীকাল বুধবার রামনবমী বিহারে একটি অনুষ্ঠান থাকার কারণে বিহারে মাল যাচ্ছে না ফলে পাইকাররা অল্প পরিমাণে মাল কিনেছে বলে পাইকাররা জানান। পাইকাররা আরো অভিযোগ করেন আমাদের কেনা সবজি কৃষকরা রাস্তায় ফেলে দিয়েছে ফলে কৃষক ও পাইকারদের মধ্যে ঝামেলার সৃষ্টি হলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরে ময়নাগুড়ির থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয়।