জলপাইগুড়ি: ২ মে ভোটের গণনা শুরু হয়েছে সকাল থেকে। রাজ্যে প্রাথমিকভাবে প্রায় সমানে সমানে এগিয়ে রয়েছে তৃণমূল ও বিজেপি। এদিকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভায় এগিয়ে রয়েছে তৃণমূল, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং জলপাইগুড়ি সদরে BJP।
জলপাইগুড়ি জেলার ৭টি বিধানসভা আসনের মধ্যে ৫টি বিধানসভা আসন জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ভোট গননা চলছে জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এবং কোভিড বিধি মেনে গণনা শুরু করেছে প্রশাসন। গণনা কেন্দ্রে প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা এসে উপস্থিত হয়েছেন।