ফাঁকা স্টেডিয়ামেই নভেম্বর থেকে মার্চের মধ্যে হবে আইএসএল

স্পোর্টস ডেস্ক: এবছরের ইন্ডিয়ান সুপার লিগ হবে বন্ধ স্টেডিয়ামেই। করোনাভাইরাসের কারণে দেশ জুড়ে বন্দ রয়েছে সব ধরনের খেলা। অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। এই অবস্থায় টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন। দেশে প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। টুর্নামেন্ট না করলে প্রচুর ক্ষতি হবে আয়োজকদের এবং ক্লাবগুলোর। দর্শকদের সামনে এবার খেলা করা যে সম্ভব হবে না সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। সে কারণে ক্লোজডোর আইএসএল করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক ফুটবল স্পোর্টস ডেবলপমেন্ট লিমিটেড ও ক্লাবগুলো। এক সূত্র পিটিআইকে জানিয়েছেন, ‘লিগ বন্ধ স্টেডিয়ামে করা হবে নিশ্চিত দিন নির্ধারিত হবে নভেম্বর থেকে মার্চের মধ্যে। কেরালা, গোয়া, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের ভেন্যু নিয়ে কথা হয়েছে। তবে এগিয়ে রয়েছে গোয়া ও কেরালা। অনেক ভেন্যুতে খেলা আয়োজন না করে একটি বা দু’টি ভেন্যুতেই খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্যান্য রাজ্যের তুলনায় গোয়া ও কেরলের অবস্থা ভালো কোভিড-১৯ পরিস্থিতির দিকে তাকিয়ে। আর সে কারণেই এই দুই রাজ্যকে আয়োজক হিসেবে এগিয়ে রাখা হচ্ছে।

জানানো হয়েছে, এই পুরো বিষয়টি নিয়ে আবারও আলোচনা করা হবে। আইএসএল কর্তৃপক্ষ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করবে।

রাজ্য বা ভেন্যু নিশ্চিত করার আগে দেখতে হবে স্বাস্থ্যের দিকটিও সঙ্গে লজিস্টিক্যাল দিকের সঙ্গে এই গেমসের সঙ্গে জরিত সকলের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে বলে মনে করেন আয়োজকরা।

বলেন, ‘‘বিভিন্ন রাজ্যের কোভিড-১৯ সংক্রান্ত নিয়ম আলাদা সেদিকে খেয়াল রাখতে হবে যাতে তারা টুর্নামেন্ট আয়োজন করতে পারে। অক্টোবরে আইএসএল-এর ভার্চুয়াল ওয়ার্কশপ আয়োজন হবে যেখানে ক্লাবের প্রতিনিধিরা থাকবেন সেখানেই ইভেন্টের সব নিয়ম নিয়ে আলোচনা হবে।

উত্তর-পূর্ব ভারতের আইজল, ইম্ফল, শিলং, গুয়াহাটি ও গ্যাংটক নিয়েও আইএসএল-এর ভেন্যুর জন্য আলোচনা হবে। কলকাতাও থাকবে আলোচনায়। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের থেকে ধারণা নিয়ে আইএসএল-এও দলগুলিকে বায়ো-সিকিওর পরিবেশে রাখা হবে।

About The Author