চাঁদের মাটি ছোঁওয়ার অপেক্ষায় চন্দ্রযান-৩-র ল্যান্ডার। সব ঠিক থাকলে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে চলেছে ভারতের চন্দ্র অভিযান। চন্দ্রযানের সার্বিক সফলতা কামনায় দেশজুড়ে বিভিন্ন সংগঠন পুজো-প্রার্থনা করেছেন সেই খবর উঠে এসেছে। এখন ভারতের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
চাঁদের মাটি থেকে মাত্র ২৫ কিলোমিটার ওপরে রয়েছে ইসরো-র ল্যান্ডার বিক্রম। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর খবর অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত বিক্রমের গতিবিধি স্বাভাবিক রয়েছে। বুধবার ল্যান্ডিংয়ের দুঘণ্টা আগে পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে এদিন নির্ধারিত সময়েই চাঁদের মাটিতে নেমে যাবে বিক্রম।
আগের পরিকল্পনা অনুযায়ী, বুধবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে নামবে বিক্রম। ভেতরে থাকা রোবট ‘প্রজ্ঞান’ বেরিয়ে আসবে চাঁদের মাটিতে। অবতরণ সফল হলে ভারতই প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে।
ইতিমধ্যেই, রাশিয়ার অভিযান ব্যর্থ হয়েছে। তাঁদের লুনা-২৫ চাঁদের মাটি ছোঁয়ার আগেই মুখ থুবড়ে আছড়ে পড়ে। চার বছর আগে ইসরোর দ্বিতীয় চন্দ্রযানের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল। মহাকাশবিজ্ঞানীদের মতে, সফট ল্যান্ডিং জটিল প্রক্রিয়া। সামান্য হিসেবের ভুলচুক হলেই পুরো অভিযান ব্যর্থ হয়ে যেতে পারে। তাই আগের অভিযান থেকে শিক্ষা নিয়ে এবার ল্যান্ডারের গঠন বদলেছে ইসরো। নিরাপদে অবতরণের উপযোগী প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। তাই এ বার অভিযান সফল হওয়ার ব্যাপারে অনেকেই আশাবাদী।
সব ঠিক থাকলে বুধবার সন্ধ্যায় ৬টার কিছু পরে চাঁদের বুকে নেমে যাবে চন্দ্রযান-৩। নতুন ইতিহাস গড়বে ভারত।