‘মোদিজি যোগিজি, আপনারা কোথায়? দয়া করে আমাদের বাঁচান!’ কাতর আবেদন ছাত্রীর

মোদিজি যোগিজি, আপনারা কোথায়? দয়া করে আমাদের বাঁচান! কাতর কণ্ঠে আবেদন ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের। এখনো পর্যন্ত পঞ্চম দফায় কয়েকশো ছাত্রকে ইউক্রেন থেকে বের করে আনতে পেরেছে ভারত সরকার এখনও আটকে রয়েছে কম করেও ১৮ হাজার ছাত্র-ছাত্রী। এদিকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরত আনতে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার ইতিমধ্যেই ভারতীয়দের উদ্ধার করতে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ গুলিতে চার মন্ত্রীকে পাঠানোর উদ্যোগ করেছে কেন্দ্র।

ইতিমধ্যেই ভারতীয় পড়ুয়াদের নিয়ে দেশে ফিরেছে পঞ্চম বিমান। দফায় দফায় উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে খবর। তবে ২০ হাজার ভারতীয়দের উদ্ধার করতে আরও বড় মাপের উদ্ধারকার্য জরুরী বলে দাবি। এদিকে, ইউক্রেন সীমান্তে আটকে থাকা ভারতীয়দের অভিযোগ, ঠাণ্ডায় আশ্রয়হীন হয়ে পড়েছেন। ভারতীয় দূতাবাসের তরফেও তাদের কোনও সাহায্য করা হচ্ছে না। ভারতীয় পড়ুয়া সহ বেশ কিছু প্রবাসীদের দাবি, ইউক্রেন সীমান্তে তাদের ওপর অত্যাচার করছে সেনা এবং পুলিশ। ইউক্রেনের বাসিন্দাদের সীমান্ত পেরোতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ নিয়ে দেশের শীর্ষকর্তাদের তরফে কোনও বক্তব্য মেলেনি।

এদিকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরত আনতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয়দের ফেরত আনতে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক চলে। মূলত ভারতীয়দের উদ্ধার করে আনা নিয়েই আলোচনা হয়েছে। মোদী আশ্বাস দিয়েছেন যে ভারতীয় পড়ুয়াদের সুরক্ষা এবং তাঁদের দেশে ফেরানোর উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হবে। যাতে দ্রুত আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো যায়, ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

About The Author