তৃণমূলের সঙ্গে জোট না হলে বাংলায় একাই লড়বে ওয়াইসির দল

নয়াদিল্লি: বিহারে তেজস্বীদের মহাজোটে অংশ নিতে গিয়ে উপেক্ষিত হয়েছিল ওয়াইসির দল। তাসত্ত্বেও একাই লড়ে বেশ কিছু আসনে মিম ভোট পেয়েছে এবং যার ফলে এনডিএ জোটের মুখে পরাজিত হয়েছে মহাজোট প্রার্থীরা। এআইএমআইএম-এর মুখপাত্র আসিম ওয়াকার এই ঘটনার জন্য তেজস্বী যাদবকে দোষ দিয়েছেন। তিনি আরও বলেন, পাটনায় আসাউদ্দিন ওয়েসি সাংবাদিক সম্মেলন করে তেজস্বীকে সমর্থন করার কথা বলেছিলেন। তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদে চেয়ে ছিলেন তারা। তবে তাদের সঙ্গে কথা বলতে চাননি তেজস্বীরা। তেজস্বী যাদবের অহংকারী মনোভাবই ভোটে না জেতার কারণ বলে মনে করেন তারা। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তৃণমূলকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা দেয়নি মিম। তবে আভ্যন্তরীণ সূত্রে খবর, তৃণমূলের সঙ্গে জোট বাধার ব্যাপারে তারা আপত্তি করেনি। তবে যদি তৃণমূল রাজি না হয় সেক্ষেত্রে ওয়াইসির দল একাই ভোটে লড়বে। সর্বভারতীয় সংবাদপত্রে এআইএমআইএম মুখপাত্র ওয়াসিম ওয়াকার বলেছেন, বিহারের পর পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে প্রার্থী দেবে মিম। তারা মূলত বিজেপি বিরোধী অর্থাৎ বিজেপি বিরোধী দলকে ক্ষমতায় দেখতে চাইবে। সেক্ষেত্রে বিরোধী দলগুলির সঙ্গে জোটে অংশগ্রহণে কোনও আপত্তি নেই। তবে বাংলায় নিজেদের দলের সাংগঠনিক অবস্থা অনেকটাই ভালো এবং তৃণমূল যদি কোনো জোট বাঁধতে না চায় সেক্ষেত্রে একাই লড়াই করবে দলের সাংগঠনিক নেতাকর্মীরা। এমনটাই জানিয়েছেন এআইএমআইএম মুখপাত্র আসিম ওয়াকার। বিহারের এই ফল এবং ফলপ্রকাশের পর বাংলার আসার ঘোষণা কিছুটা হলেও চিন্তায় ফেলেছে শাসক দলকে।