পঞ্চায়েত ভোটে ৭টি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী: হাইকোর্ট

মনোনয়নের সময়সীমা বাড়ানো নিয়ে কলকাতা হাইকোর্ট জানা, এই সঙ্ক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই। তবে যেখানে হিংসার পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে কমিশনকে।

আদালতের নির্দেশ, পোলিং অফিসারকে যথাযথ নিরাপত্তা দিতে হবে। যদি কোথাও সম্ভব না হয় তাহলে রাজ্য পুলিশকে তার দায়িত্ব নিতে হবে। যদি মানা না হয় তাহলে কড়া পদক্ষেপ করার কথাও বলা হয়েছে আদালতের রায়ে। ৭টি স্পর্শকাতর জেলা এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি জেলার ক্ষেত্রে পরিস্থিতি বুঝে তারপর কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে। কমিশন বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার বাহিনী পাঠাবে।