রেকর্ড গড়লেন ক্রিস গেইল! IPL-এ প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ ছক্কা

আইপিএল-এর মঞ্চে এই প্রথম, ৩৫০টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন ক্রিস গেইল। সোমবার পঞ্জাব কিংসের হয়ে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৮ বলে ৪০ রান করেন ক্যারিবিয়ান ক্রিকেটার। ৪টি চার এবং ২টি ছয় দিয়ে ইনিংস সাজানো ছিল। প্রথম ছয়’টি মারার সঙ্গে সঙ্গেই ৩৫০টি ছয় মারার রেকর্ড গড়লেন ‘দ্য ইউনিভার্স বস’। আইপিএল-এ সব মিলিয়ে ১৩৩টি ম্যাচ খেলেছেন গেইল। রান করেছেন ৪৮১২, মেরেছেন ৩৫১টি ছয়। ৬টি শতরানও রয়েছে তাঁর আইপিএল কেরিয়ারে। ছয় মারার ক্ষেত্রে বাকি ব্যাটসম্যানদের থেকে অনেকটাই এগিয়ে গেইল। দ্বিতীয় স্থানে থাকা এবি ডিভিলিয়ার্স মেরেছেন ২৩৭টি ছক্কা।

মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় ক্রিকাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৬ মেরেছেন। ২০৫টি ম্যাচে ২১৬টি ছয় মেরেছেন ধোনি। আইপিএল-এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে পঞ্জাব এবং রাজস্থান। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। ব্যাট করতে নেমে ২০ ওভারে ২২১ রান করেছে পঞ্জাব। অধিনায়ক লোকেশ রাহুল ৯১ রান করেন। পঞ্জাবের হয়ে রান পেয়েছেন দীপক হুডাও। তিনি ২৮ বলে ৬৪ রান করেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই  বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ১ হাজার ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছিলেন গেইল৷

https://twitter.com/IPL/status/1381619809612296195

 

About The Author