ফুলবাড়িতে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

রাজগঞ্জ: শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পূর্ব ধনতলা গ্রামে একটি বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। মৃতের নাম জগবন্ধু মন্ডল(৫৫)। মৃতদেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

রবিবার সকালে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। জানা গিয়ছে, রাতেই ওই ব্যক্তি গলায় ফাঁস লাগায়। ঘরে তখন স্ত্রীও ছিল ঘুমিয়ে। তিনি টের পাননি। সকালে যখন টের পান তখন পরিবারের সদস্যরা বেঁচে থাকার আশায় দেহ নামান বলে জানা গেছে। এই ঘটনায় হইচই পড়ে যায়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি।

নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুরো ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বাসিন্দারা জানান, তাদের পরিবারে কোনও আর্থিক সংকট নেই। তাঁর ছেলে আয় করেন। নিজেও কাজ করতেন। কিন্তু তারপরও কেন আত্মঘাতী? ঋণ সংক্রান্ত কোন বিষয় রয়েছে কিনা খতিয়ে দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

About The Author