গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের যাত্রাবাড়ি গ্রামে। স্থানীয়দের দাবি, পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। মৃতের নাম প্রেমু রায়(২৮)। তাঁর বাড়ি ওই গ্রামেই।
স্থানীয় সূত্রে খবর, রোজকার মত আজ সকালে কয়েকজন কৃষক ক্ষেতে কাজ করতে এসে একটি গাছে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় রাজগঞ্জ থানায় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে রাজগঞ্জ থানার পুলিশ।