রাজগঞ্জে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রাজগঞ্জের ঠাকুরবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পরিবার সূত্রে খবর, প্রায় চার বছর আগে তার স্ত্রী মারা যান। তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন বলে অনুমান স্থানীয়দের।

মৃতের নাম মানব রায়(২৬)। রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা।

মৃতের ভাই কৃষ্ণ রায় জানান, এদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিল মানব। কিছু পরে ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। পরে ডাকাডাকি করেও সাড়া না মেলায় দরজা খুলে বিষয়টি দেখতে পান। মৃতের ভাই আরও জানান, মানব সোনা-রুপার গয়না তৈরির কাজ করতেন।

বুধবার সকালে তার ঘর থেকে ঝুলন্ত দেহ দেখতে পান বাড়িতে লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রাজগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

About The Author