শিলিগুড়ি: ‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে গিয়ে যেন গণতন্ত্র হত্যার চেষ্টা না করা হয়’, উৎসবের মেজাজে ভোট চাইছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার মন্তব্য, ‘মানুষের জন্য কাজ করেছি, দশ বছর ধরে এলাকার মানুষের সুখে-দুখে তাদের পাশে থেকেছি। আশাকরি মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবে।’
মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে দেওয়াল লিখন করলেন মন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির গ্রাম উদ্যোগে ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতর চুনাভাটি এলাকায় ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানে দেওয়াল লিখলেন তিনি।
এদিন মন্ত্রী বলেন, ‘আমাদের কর্মীরা নির্বাচন ঘোষনার আগে থেকেই বিভিন্ন যায়গায় দেওয়াল লিখন ও পোস্টারিং শুরু করে দিয়েছে। ১০ বছর ধরে মানুষের দুঃখ বেদনার অংশিদার হয়েছি, আগামীদিনেও মানুষের পাশে থাকবো।’ উৎসবের মেজাজে ভোট চাইছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার মন্তব্য, ‘মানুষের জন্য কাজ করেছি, দশ বছর ধরে এলাকার মানুষের সুখে-দুখে তাদের পাশে থেকেছি। আশাকরি মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবে।’ সঙ্গে ছিলেন দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় সহ দলীয় কর্মীরা।