১ মে থেকে ১৮ বছর হলেই কোভিড টিকা: কেন্দ্র

আগামী ১ মে থেকে ১৮ বছর বয়সের সকলকেই কোভিড টিকাকরণের সুযোগ দেবে কেন্দ্র। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে সোমবার একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারের পদক্ষেপকে ভারতের টিকাকরণ প্রক্রিয়ার তৃতীয় পর্যায় বলে ঘোষণা করেছে কেন্দ্র।

দেশজুড়ে টিকাকরণের প্রক্রিয়া গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের টিকা দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে ৪৫ বয়সের বেশি মানুষকে ১ এপ্রিল থেকে টিকা নেওয়ার সুবিধা করা হয় দেশবাসীদের জন্যও। কেন্দ্র জানিয়েছে, তৃতীয় পর্যায়ে ১৮ উত্তীর্ণ সকলেই টিকা নিতে পারবেন। তবে টিকাকরণ প্রক্রিয়ায় প্রতিষেধকের দাম, মজুতকরণ, কাদের আগে দেওয়া হবে এবং কীভাবে দেওয়া হবে, সে ব্যাপারে কিছুটা নীতি নিয়েছে কেন্দ্র। এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেই।