প্রথম করোনা আক্রান্তের হদিস মিলল সিকিমে

শিলিগুড়ি: করোনার থাবা এবার সিকিমেও। এই প্রথম করোনা আক্রান্তের হদিস মিলল পাহাড়ি ওই রাজ্যে। শুক্রবার এক ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে বলে খবর। বিষয়টি ইতিমধ্যেই সিকিম সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কয়েকদিন আগে সিকিমের বেশকিছু নমুনা এখানে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেলের ভিআরডিএলে। সেই নমুনা থেকেই শনিবার একজনের করোনার রিপোর্ট পজিটিভ আসে। প্রসঙ্গত, গত ১৪ মে দক্ষিণ ভারতে আটকে পড়া সিকিমের মোট ১৩৩ জন বাসিন্দা এনজেপিতে পৌঁছান। সেদিনই তাঁদের বাসে করে সিকিম পাঠানো হয়। তবে তাদের মধ্যে আরও কারও সংক্রমণ ধরা পড়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।