রাষ্ট্রবিরোধী এবং প্ররোচনামূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মমতার বিরুদ্ধে FIR দিল্লির আইনজীবীর। জানা গেল, বুধবার তৃণমূলের ছাত্র পরিষদের সভায় মমতা বলেছিলেন, বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লিও জ্বলবে। এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী বলে অভিযোগ।
সেই কারণে সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল বৃহস্পতিবার দিল্লির পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখে অভিযোগ দায়ের করেন। গতকাল সভায় বাংলাদেশের প্রসঙ্গ টেনে মমতা বলেছিলেন, ‘কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি ওদের ভালবাসি। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। তবে এটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। বাংলায় যদি আগুন লাগান, কোনও রাজ্যই থেমে থাকবে না। বাংলায় আগুন লাগালে অসম থেমে থাকবে না। উত্তর-পূর্ব, উত্তর প্রদেশ থেমে থাকবে না। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।’ মমতার এই মন্তব্যের বিরোধিতা করে এবার দিল্লিতে এফআইআর দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী।