জলপাইগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্তে ৪ বাংলাদেশী নাগরিককে আটক করল বিএসএফ। বৃহস্পতিবার পতাকা বৈঠক করে বিজিবির হাতে তুলে দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ১৯৫ নং ব্যাটালিয়ন।
বিএসএফের দাবি, বুধবার রাতে এই চার বাংলাদেশী টোটোতে চেপে জলপাইগুড়ির হলদিবাড়ির দিকে যাচ্ছিল। খবর পেয়ে বিএসএফের একটি বাহিনী তাদের আটক করে। তাদের পরিচয় হল, নিমাই চন্দ্র বর্মন (৪২), সনাতন রায় (২৮), পরিতোষ রায় (২১) এবং মলিন চন্দ্র রায় (৩১)। এরা যথাক্রমে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলার বাসিন্দা।
চারজনের কাছে তল্লাশি চালিয়ে চারটি মোবাইল ফোন, একটি চার্জার এবং বাংলাদেশের টাকায় নগদ ৪০ হাজার ৩০৫ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার একটি পতাকা বৈঠকের পর ওই চার বাংলাদেশি নাগরিককে সামগ্রী সমেত বিজিবির হেফাজতে তুলে দেওয়া হয়েছে।
On 28 August 2024 at about 2140 hrs, acting on a tip off, troops of BOP Mahadev of 15 Battalion BSF under Siliguri Sector of North Bengal Frontier, deployed on the Indo-Bangladesh border in the Jalpaiguri district of West Bengal apprehended 04 Bangladeshi nationals namely i) Nimai Chandra Barman (42 Yrs), S/o Late Harsundar Barman, R/o Vill-Lauthati, PS-Vurlithana, Distt-Thakurgaon (Bangladesh), ii) Sanatan Roy (28 Yrs), S/o Jharu Roy, R/o Vill-Thumania, PS-Pirganj, Distt-Thakurgaon (Bangladesh), iii) Poritos Roy (21 Yrs), S/o Jontu Barman, R/o Vill-Kalupir, PS-Debiganj, Distt-Panchgarh (Bangladesh) and iv) Malin Chandra Roy (33 yrs), S/o Late Sarat Chandra Roy, R/o Vill-Dubachori, PS-Nilphamari Sadar, Distt-Nilphamari (Bangladesh) from the general area of village Dholapara while they were travel in a Toto approaching towards Haldibari.
On search, 04 Nos of Mobile Phones, one Mobile Charger and Bangladeshi Currency 40,305 Taka recovered from their possession. Apprehended Bangladeshi Nationals alongwith their seized items handed over to Border Guard Bangladesh through a Coy Comdr level flag meeting as goodwill gesture.