Rajganj: পেছন থেকে ধাক্কা! জাতীয় সড়কে দুর্ঘটনায় জখম ৩

রাজগঞ্জ: জাতীয় সড়কের পাশে ট্রাক দাড় করিয়ে রাতের খাবার সারছিলেন চালক। পেছন থেকে সজোরে ধাক্কা মারল একটি কনটেইনার। মুখ থুবড়ে পড়ল পাশের নয়ানজুলিতে। দুই গাড়ির চালক, সহকারি চালক সহ গুরুতর আহত ৩। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর চাওয়াই নদী সংলগ্ন একটি ধাবার সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা! 

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে কনটেইনার এবং পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। হাইরোডের পাশে শিলিগুড়ির দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি আগে থেকেই দাঁড়িয়েছিল। ধাবাতে রাতের খাওয়ার সেরে গাড়ির চালক সবেমাত্র উঠেছিলেন। কিছুক্ষন পর হঠাৎই পেছন থেকে একটি কনটেইনার সজোরে পণ্যবাহী ট্রাকে ধাক্কা মেরে নয়নজুলিতে ঠেলে দেয়। গাড়ি দু’টির সামনের অংশ দুমড়ে যায়। চালককে গাড়ির কেবিন ভেঙে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় গাড়ির চালক সহকারি চালক সহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ ও দমকল কর্মীরা। 

About The Author