কাঠমান্ডু থেকে মোহময়ী এভারেস্ট দর্শন

ডিজিটাল ডেস্ক: লকডাউনে পরিস্কার পরিবেশ, স্বচ্ছ প্রকৃতি দেখাচ্ছে অনেক না দেখা ছবি। এই একি ধারায় বাদ গেল না পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটিও। নেপালের কাঠমান্ডু শহর থেকে পরিস্কার দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। কাঠমান্ডু থেকে ২০০ কিমি দূরে এটি অবস্থিত হলেও স্পষ্টই দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন এক ফটোগ্রাফার। বিশেষজ্ঞদের মতে লকডাউনের ফলে দূষণের মাত্রা কমে যাওয়াযতেই দেখা যাচ্ছে এভারেস্ট।