বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন ‘টেসলা’, ‘স্পেস-এক্স’ কর্ণধার এলন মাস্ক

ওয়াশিংটন: অ্যামাজন কর্ণধার জেফ বেজোসকে টপকে বিশ্বের ধনী তালিকার শীর্ষে উঠে এলেন স্পেস-এক্স ও গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলা’র কর্ণধার এলন মাস্ক। জানা গিয়েছে, তাঁর সম্পত্তির পরিমাণ ১৮৮.৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। বৃহস্পতিবার টেসলা কোম্পানির শেয়ার দর ৪.‌৮% বাড়তেই ‘‌ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স’–এর তালিকায় জেফ বেজোসকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন মাস্ক। গত ২০১৭ সাল থেকে এই তালিকায় শীর্ষে ছিলেন অ্যামাজন কর্ণধার। বৃহস্পতিবার সকালেই নিউইয়র্কে এলন মাস্কের সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৮৮.‌৫ বিলিয়ন ডলার, যা জেফের মোট সম্পত্তির তুলনায় ১‌.‌৫ বিলিয়ন ডলার বেশি। হিসেব বলছে, করোনা আবহে নিজের সম্পত্তির পরিমাণ ১৫০ বিলিয়ন মার্কিন ডলার বাড়িয়ে নিয়েছে টেসলার মালিক। ইতিহাসে কোনও ব্যক্তিই এত দ্রুত সম্পত্তি বাড়াতে পারেননি!‌ ধারাবাহিকভাবে মুনাফা বৃদ্ধির পাশাপাশি গত বছর থেকে টেসলার শেয়ার দর এখনও পর্যন্ত ৭৪৩% বেড়েছে। এছাড়াও প্রচুর বিনিয়োগ এসেছে। যার জেরেই এই উত্থান বলে মনে করা হচ্ছে। ২০২০’র নভেম্বরের শেষের দিকেই মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে পিছনে ফেলে দিয়ে বিশ্বের ধনী তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন এলন। অথচ করোনার প্রকোপ শুরু হওয়ার আগে ছবিটা অবশ্য তেমন ছিল না। ২০২০ সালের জানুয়ারি মাসে বিশ্বের ধনী তালিকার ৩৫ নম্বরে ছিলেন টেসলার কর্ণধার। কিন্তু সময় যত গড়িয়েছে ততই দুরন্ত গতিতে এগিয়েছেন এলন মাস্ক। টেসলা মোটরের শেয়ার দর হু-হু করে বেড়ে চলার ফলে নভেম্বর মাসের শেষের দিকেই বিল গেটসকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছে যান তিনি। সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২৭.৯ বিলিয়ন বা ১২ হাজার ৭৯০ কোটি মার্কিন ডলারে। গত বুধবার প্রথমবারের মতো টেসলার বাজার মূলধন ৭০০ বিলিয়ন ছাড়িয়ে যায়, আর তাতেই মাস্কের বাজিমাত। বৃহস্পতিবারই মোট সম্পত্তির নিরিখে অ্যামাজন কর্তা জেফ বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করেন তিনি। যেখানে মাস্কের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ১৮৮.৫ মার্কিন ডলার, সেখানে অ্যামাজন কর্ণধারের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৮৭ বিলিয়ন ডলার।