রাজগঞ্জ,২৫মেঃ সরকারি নির্দেশিকা মেনে ঈদের নামাজ পড়া হল রাজগঞ্জের মান্তাদাড়ি জামে মসজিদে। মুসলিম সম্প্রদায়ের ঈদ ধর্মীয় অনুষ্ঠানটি অন্যতম একটি উৎসব। দীর্ঘ এক মাস রোজা থাকার পর এই উৎসবটি পালন করা হয়। যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে মসজিদে এসে নামাজ পড়েন। কিন্তু এবছর মারণ রোগ করোনা ভাইরাসের জন্য রয়েছে সরকারি নির্দেশিকা। সেই সরকারি নির্দেশিকা অনুসারে সাত জনের বেশি নামাজ পড়া যাবেনা একটি মসজিদে। তাই এদিন সরকারি নির্দেশিকা মেনেই রাজগঞ্জের মান্তাদাড়ি জামে মসজিদে নামাজ পড়তে দেখা যায়।