করোনার জের, ঘরে বসেই নামাজ পাঠ ও ঈদ উদযাপনের বার্তা

মালদাঃ দেশ জুড়ে চলছে লকডাউন। এর মধ্যে চলছে পবিত্র রমজান মাস। করোনা ভাইরাসের কারণে এবারে জমকালো ভাবে হচ্ছেনা খুশির ঈদ পালন। মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত আইহোতে রয়েছে মসজিদ। সেখানকার মৌলবি সাহেব বলেন – “এবার যে ভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণের, তাই সরকারি নির্দেশ মেনে মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়ার আবেদন করেছি সবাইকে। সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে চলতে হবে, তাই এবছর জমায়েত করা যাবেনা। আগে মানুষের জীবন বাঁচানো প্রয়োজন । সেই কারনে এবার বড় করে এই অনুষ্ঠান করা হছে না। বাড়িতে থেকে নামাজ পড়ুন। জরুরী কাজে বাইরে বেরোতে হলে মাস্ক ব্যাবহার করুন।”

About The Author