করোনার জের! বাকি ভোট এক দফায় করাতে পারে কমিশন

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত কাবু গোটা দেশ। রাজ্যের কোভিড পরিস্থিতিও উদ্বেগজনক। এই আবহে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। শেষ তিন দফার ভোট এক দফায় করার ইচ্ছে নির্বাচন কমিশনের। সেদিকেই প্রস্তাব দেবে তৃণমূল কংগ্রেস। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এদিকে, আজই করোনায় মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জেরে বড় জমায়েত বাতিল করার পদক্ষেপ করেছে বামেরা। এই প্রেক্ষিতে এবার রাজ্যে বিধানসভা নির্বাচনের দফা কমানোর জন্য কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্র মারফৎ জানা যাচ্ছে, শেষ ৩ দফার ভোট এক দফাতেই করার ইচ্ছে নির্বাচন কমিশনের।

করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে নির্বাচনী প্রচারে যাতে করোনায় সুরক্ষাবিধি কঠোরভাবে পালন করা হয়, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলিকে বার্তা দিতে পারে কমিশন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যাতে নির্বাচনী প্রচারে সমস্ত করোনা বিধি পালন করা হয়। বাংলায় বর্তমানে করোনা পরিস্থিতিতে ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করে আদালত। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সব রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছে অনুরোধ, তাঁরা যেন মাস্ক পরেন এবং দুরত্ববিধি মেনে চলেন।’ এদিকে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আগামী তিন দফার নির্বাচনী প্রচারে কোনও বড় ভিড় না করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা।

About The Author