আইএসএল খেলতে মরিয়া ইস্টবেঙ্গল, ক্লাবের তরফে চিঠি গেল এফএসডিএলের কাছে

আরএনএফ স্পোর্টস ডেস্ক: ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে রবিবার ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডকে (এফএসডিএল) একটি চিঠি পাঠানো হল। চিঠিতে মূলত বলা হয়েছে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে এবং এর জন্য কিছুদিন অতিরিক্ত সময় যাতে এফএসডিএল তাঁদের দেয়।

দুদিন আগেই একটি রিপোর্ট সামনে আসে যাতে বলা হয় এফএসডিএল স্পষ্ট করে দিয়েছিল যে গত মরসুমের মতো এবারও ১০ টি দল নিয়ে হবে আইএসএল।

ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার একটি সংবাদপত্রকে জানান, ‘মহামারী ও লকডাউন সত্ত্বেও আমরা আইএসএলে খেলার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমরা আমাদের নতুন বিনিয়োগকারীদের প্রায় পাকা করেছি। আমরা এফএসডিএলকে বলেছি যে ইস্টবেঙ্গল দেশের প্রধান লিগটিতে অংশ নিতে চায়।’

গতকাল ভাইচুং ভুটিয়া সহ আসিয়ান কাপ বিজয়ী দলের সদস্যরা ক্লাব সচিব কল্যাণ মজুমদারকে একটি চিঠি লিখেছিলেন যাতে বলা হয়, কোভিড -১৯ মহামারী চলাকালীন দুর্ভোগে থাকা মানুষদের সাহায্য করাকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত আইএসএল খেলার চেয়ে।

চিঠির বিষয়ে জানতে চাইলে দেবব্রত সরকার বলেন, ‘যে কেউ পরামর্শ দিতেই পারে তবে আমাদের মূল লক্ষ্য ২০২০-২১ মরসুমে আইএসএল খেলা।’

কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থক বিনিদ্র রজনী যাপন করছেন। এখন দেখার শেষ পর্যন্ত এফএসডিএল এর তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়।

About The Author