সিকিমে ভূমিকম্প! মৃদু আন্দোলন উত্তরবঙ্গে

৪.২ তীব্রতার একটি ভূমিকম্প আঘাত হেনেছে সিকিমের গ্যাংটকে। যার প্রভাব লক্ষ্য করা গিয়েছে পাহাড়ের জেলাগুলিতে। ভারতীয় সময় রাত ৮টা বেজে ৩৯ মিনিটে সিকিমের পূর্ব জেলায় ৪.২ তীব্রতার একটি ভূমিকম্প আঘাত হানে। যার উৎস ছিল গ্যাংটকের ১২ কিমি পশ্চিমে। এই স্বল্প মেয়াদী ভূমিকম্পের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গর কয়েকটি জেলায়। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রবিবার স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৩টা নাগাদ প্রায় একই জায়গায় ৪.০ তীব্রতার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। যার উৎসস্থল ছিল ১০ কিমি গভীরে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের নাশেনাল সেন্টার ফর সিসমোলজি।