অমানবিক! কুকুরকে স্কুটারে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন ২ মহিলা

পটিয়ালা: নৃশংসভাবে একটি কুকুরকে স্কুটারে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন ২ মহিলা, ফের প্রকাশ্যে এলো মানুষের পৈশাচিক রূপ। ক’দিন আগেই নৃশংসভাবে একটি কুকুরকে গাড়ির তলায় পিষে ফেলার চেষ্টা করার ঘটনা সামনে আসে। এবার স্কুটির সঙ্গে একটি কুকুরকে বেঁধে সারা রাস্তা টানতে টানতে নিয়ে গেলেন দুই মহিলা। পটিয়ালার এই ঘটনায় হতবাক সকলে।

সিসিটিভি ফুটেজ দেখে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় পশুপ্রেমী সংস্থা। আইপিসির ৪২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটি ঘটে ২০ জুন বিকেলে। এর চারদিন পর কুকুরটি মারা যায়। অভিযুক্ত দুই মহিলাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।

About The Author