অনলাইনে অর্ডার করা আইসক্রিম থেকে বেরল মানুষের কাটা আঙ্গুল। গা গুলনো অবাক করা এই ঘটনা ঘটেছে মুম্বইতে।
শহরতলির বাসিন্দা এক চিকিৎসক অনলাইনে আইসক্রিম অর্ডার দিয়েছিলেন। সেই আইসক্রিম খেতে গিয়েই বেরিয়ে পরে আঙ্গুলের টুকরো। একটি ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, অনলাইনে তিনটি কোন আইসক্রিম অর্ডার করেছিলেন। ইয়ামো ব্র্যান্ডের বাটারস্কচটি অর্ধেক খাওয়ার পর মুখে কিছু আটকাল। প্রথমটায় ভেবেছিলেন হয়ত বাদামের টুকরো। এরপর সেটা ভালো করে দেখে চমকে উঠেন তিনি। তিনি বলেন, যেহেতু আমি চিকিৎসক, তাই আমি শরীরের অংশ চিনতে পেরেছি। নখ রয়েছে, ফ্রিঙ্গারপ্রিন্টও স্পষ্ট। মনে হচ্ছে এটা বুড়ো আঙুল। ঘটনার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা শুরু হয়েছে কোম্পানির বিরুদ্ধে। পুলিশের তরফেও জানানো হয়েছে, ওই আইসক্রিমের দোকানের বিরুদ্ধে ফুড অল্টারেশন ও জীবন বিপন্ন করার অভিযোগ দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আইসক্রিমের মধ্যে থেকে বেরিয়ে আসা আঙুলের ছবি পোস্ট করেন যুবক।