বাংলা ভাগ করতে চাইলে কেন্দ্রে নালিশ জানাবে রাজ্য বিজেপি, বার্লা-নিশীথকে হুশিয়ারি দিলীপ ঘোষের

বঙ্গ বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে। রাজ্য বিজেপি বাংলা ভাগের সমর্থন করে না, শুরু থেকেই একথা স্পষ্ট করেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে উত্তরবঙ্গের দুই সাংসদ জন বারলা এবং নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ বঞ্চনার সপক্ষে নিজেদের আওয়াজ তুলেছিল। জন বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে চেয়ে বসেন।

কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরেও উত্তরবঙ্গ ভাগের সিদ্ধান্তে অবিচল রয়েছেন জন বার্লা৷ গত মাসে উত্তরবঙ্গের জন্য একটি আলাদা রাজ্যের দাবি জানিয়ে রাজ্য-রাজনীতিতে বিতর্ক তৈরি করেছিলেন জন বার্লা। তাঁর রাজ্য বিভাজনের প্রস্তাব এক কথায় নাকচ করে দিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব।

এবার ওই দুই সাংসদই কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন। তাই উত্তরবঙ্গ ভাগের বিষয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে এনিয়ে আবারও সাফ কথা জানালেন দিলীপ ঘোষ। তাঁর কোথায়, যদি কেন্দ্রে মন্ত্রী হয়েও জন বার্লা বা কেউ এমন কিছু বলেন, তবে আমাদের দলের তরফে তা কেন্দ্রে জানাতে হবে।