রাজগঞ্জ: রবিবার গভীর রাতে এক ডাকাত দল ফুলবাড়ি বাজারের এক চৌকিদারকে বেঁধে রেখে সোনার দোকানে ডাকাতি করে পালিয়ে যায়। দোকানের মালিক রণদীপ মন্ডল বলেন, ৮০ – ৯০ হাজার টাকার অলংকার চুরি সহ দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, রাত সাড়ে ৩ টা নাগাদ বাজারের এক চৌকিদার আমাকে ফোন করে ডাকাতির ঘটনাটি জানান। সঙ্গে সঙ্গে দোকানে পৌঁছে গিয়ে দেখি দোকানের শাটার ভেঙে অলঙ্কার সহ অন্যান্য সামগ্রী খোয়া গিয়েছে। দোকানের সিসিটিভি ক্যামেরায় কয়েকজনকে দেখা গিয়েছে। বাজারে পাহারায় থাকা দুইজন চৌকিদারের মধ্যে ডাকাত দলটি একজনকে বেঁধে রাখে, তবে অন্যজন পালিয়ে যায়। দোকানের সিন্দুক কাটার চেষ্টা করলেও পারেনি। চৌকিদার নাসির মহম্মদ বলেন, ওই ডাকাত দলের কাছে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাকে বেঁধে রাখে। প্রায় আধ ঘন্টা অপারেশন চালিয়ে ডাকাত দলটি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।