রায়পুর: এবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল ইউটিউবার তথা কমেডিয়ান দেবরাজ পাটেলের (২১)। তাঁর মুখে ‘দিল সে বুরা লগতা হ্যা’ সংলাপ মিম হিসেবে এখনও নেট মাধ্যমে ভাইরাল।
সোমবার ভিডিও শুট করে রায়পুর থেকে ফিরছিলেন এই ইউটিউবার। বিকেল সাড়ে ৩টে নাগাদ বাইক দুর্ঘটনার শিকার হন। একটি ট্রাকের সঙ্গে দেবরাজের বাইকের ধাক্কা লাগে। যদিও তিনি নিজে বাইক চালাচ্ছিলেন না। পেছনে বসে ছিলেন। মাথায় আঘাত লাগে তাঁর। চোট পান শরীরের বেশ কিছু জায়গায়।
পুলিশ সূত্রে খবর, মোটরসাইকেল এবং ট্রাক দুটি একই দিকে যাচ্ছিল। বাইকের হ্যান্ডেলে ট্রাকের ধাক্কা লাগে আর তার জেরেই পেছন থেকে ছিটকে ট্রাকের চাকার তলায় পড়ে যান দেবরাজ। এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন বাইকচালক রাকেশ মানহার। তিনিই দুর্ঘটনার পর খবর দেন অ্যাম্বুল্যান্সে। দেবরাজকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
দেবরাজের দুর্ঘটনার খবরে মর্মাহত নেট দুনিয়া। দুঃখপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘তাঁর সংলাপ দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন দেবরাজ। তিনি আজ আমাদের মধ্যে নেই। ওঁর প্রয়ানে অত্যন্ত দুঃখিত। পরিবার-আত্মীয়দের সমবেদনা জানাই।’