দেবাংশুকে প্রার্থী করে চমক দিতে পারে তৃণমূল

কলকাতা: একুশের নির্বাচনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম রয়েছে দেবাংশু ভট্টাচার্যের। বিশেষ সূত্রে খবর, বালি বিধানসভা থেকে তৃণমূলের পদপ্রার্থী হয়ে ভোটে লড়তে পারেন দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সোমবার বিকেলে তৃণমূলের আংশিক পদপ্রার্থীদের নাম ঘোষণা হওয়ার কথা রয়েছে। বর্তমানে তৃণমূলের মুখপাত্র হিসেবে দেবাংশু ভট্টাচার্য যথেষ্ট পরিচিত। তাঁকে দেখলেই দলীয় কার্যকর্তারা খেলা হবে স্লোগানের আবদার করে বসেন। এবার, তৃণমূলের প্রার্থীদের তালিকায় সম্ভাব্য নাম হিসাবে উঠে আসছে দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম। ইতিমধ্যেই রাজ্য তৃণমূলের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন দেবাংশু। অন্যদিকে উত্তর ২৪ পরগনার যুব নেতা হিসাবে তৃণাঙ্কুরের নামও বেশ চর্চিত। এই দুই তরুণ তুর্কীকে এবার প্রার্থী হিসাবে বিধানসভা ভোটের ময়দানে নামাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বালিতে প্রার্থী হতে পারেন দেবাংশু। ছাত্র পরিষদ থেকে উঠে আসা তৃণাঙ্কুরকে দেওয়া হতে পারে উত্তর ২৪ পরগনার কোনও আসন। সেক্ষেত্রে জল্পনা বীজপুর নিয়ে। যে বীজপুর মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের গড়। শোনা যাচ্ছে মুখপাত্র সুদীপ রাহাকে প্রার্থী করতে পারে তৃণমূল।

https://youtu.be/-PcRtAtdJVQ?t=17