পঞ্চায়েত ভোটে মনোনয়নের সময় বাড়তে পারে, বিবেচনা করছে কমিশন

রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই মনোনয়ন পর্ব চালু হয়ে গেছে। মাত্র ৬ দিনের মধ্যে জমা দিতে হবে মনোনয়ন পত্র। একাধিক ইস্যু নিয়ে ইতিমধ্যেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি এবং কংগ্রেস।

আদালতের মতে, মনোনয়ন থেকে ভোটগ্রহণ, সবটাই যেমন যেন তাড়াহুড়ো করা হচ্ছে। পঞ্চায়েত ভোটে প্রায় ৭৫ হাজার আসনে মনোনয়ন জমা দেওয়ার জন্য ৫ দিন সময় যথেষ্ট বলে মনে করছে না কলকাতা হাই কোর্ট। শুক্রবার আদালতের এই পর্যবেক্ষণের পরেই মনোনয়নের দিন বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সম্ভবত, মনোনয়ন জমা দেওয়ার জন্য আরও কয়েক দিন সময় বাড়ানো হতে পারে। পাশাপাশি ঘোষিত দিনেই পঞ্চায়েতের ভোটগ্রহণ হবে বলে কমিশন সূত্রে খবর।

প্রসঙ্গত, আগামি ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। নমিনেশন পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই। চলবে ১৫ তারিখ পর্যন্ত। মাত্র ৬ দিনে এই বিশাল প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় বলে অনেকের ধারণা।


About The Author