শিলিগুড়িতে রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি: শিলিগুড়িতে প্রথম বাঙালি বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামে তৈরি হবে নতুন ক্রিকেট স্টেডিয়াম।

সোমবার উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, চাঁদমনিতে প্রায় ২৭ একর জমিতে এই আধুনিক স্টেডিয়াম গড়ে তোলা হবে। এর আগে কলকাতার ইডেন গার্ডেনে রিচাকে সম্মানিত করে সিএবি ও রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও।

উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি এদিন তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও তোলেন। তবে রিচার নামে স্টেডিয়াম ঘোষণায় ক্রীড়ামহলে আনন্দের সঞ্চার হয়েছে।

About The Author