জলপাইগুড়ি: পুজোয় বাজার করতে বেরোলেই করাতে হবে করোনার পরীক্ষা। সামনে পুজো; তা সত্ত্বেও যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে করে পুজোতে বাজার করতে শপিংমলে বা দোকানের ভিড়ে গেলেই করা হবে RAPID ANTIGEN TEST। বাজারের ভিড়ে পিপিই কিট পরে মলগুলির সামনে যাবেন স্বাস্থ্যকর্মীরা। সেখানেই র্যাপিড এন্টিজেন টেস্ট করে বাজার থেকে সরাসরি কোভিড হাসপাতাল বা সেফ হোমে নেওয়া হবে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জলপাইগুড়ি শহরবাসির জন্য। শুক্রবার এ কথা জানিয়েছেন করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ওএসডি ডা: সুশান্ত রায়। আগামী কালই মধ্যে পথে নামতে চলেছে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর।