গয়েরকাটা ও বিন্নাগুড়ি, ১ জুনঃ রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি জলপাইগুড়ি জেলার গয়েরকাটায় নদীর তীরে করোনা পূজোর হিড়িক লক্ষ্য করা গেল সোমবার। স্থানীয় আংরাভাসা নদীর ধারে করোনা মায়ের পূজো করলেন গয়েরকাটা ও বিন্নাগুড়ির একদল মহিলা। ইতিমধ্যে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে বলা হয়েছে, পূজো না পাওয়ায় ক্রমশ ভয়ংকর রূপ নিচ্ছে করোনা এবং একমাত্র পূজোর মাধ্যমেই করোনা মায়ের রাগ কমিয়ে এই রোগটিকে রোখা সম্ভব। এই ধারণার জেরেই বানারহাট থানার বিভিন্ন এলাকায় এই পূজো করলেন মহিলারা। যদিও গুজবের জেরে কুসংস্কারাছন্ন হয়েই একটি ভাইরাসের পূজো করতে উদ্যোগী হয়েছেন বলে অভিমত চিকিৎসক মহলের। চিকিৎসক বিশেষজ্ঞের মতে পূজোর চেয়ে এখন বেশী করে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিৎ। এদিন ৯টি প্রদীপ জ্বালিয়ে, ৯টি ফুল, ৯টি লাড্ডু সহকারে এই পূজো করতে দেখা যায় ভক্তদের। তাদের দাবি, ‘চারিদিকে নিজের প্রকোপ বাড়িয়ে চলেছে করোনা। তাই সমগ্র জগৎ যাতে করোনার হাত থেকে বাঁচতে পারে সেই উদ্দেশ্যে করোনা মাকে সন্তুষ্ট করতে এই পূজোর আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি এভাবেই পূজোর মাধ্যমে সন্তুষ্ট হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে করোনা।’