জলপাইগুড়ি: পরিবারকে কোভিড সংক্রমণের হাত থেকে বাঁচাতে বাড়ির বাথরুমে আশ্রয় নিলেন করোনা আক্রান্ত রোগী। বাড়িতে অন্য কোনও ঘর নেই তাই বাথরুমে থেকে আইসোলেশনে দিন কাটাচ্ছেন করোনা আক্রান্ত রোগী। হোম আইসোলেশনে থাকার মত জায়গা হয়নি করোনা আক্রান্ত যুবকের। বাধ্য হয়ে বাড়ির বাথরুমে ঠাঁই নিতে হয়েছে তাকে। হোম আইসোলেশনে থাকার জায়গা নেই বলে অভিযোগ। ধুপগুড়ি পুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এমনই ছবি ধরা পড়ল।
গত ৬ তারিখ ওই যুবকের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতে বয়স্ক মা-বাবা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে। পরিবারে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ভয়ে আতঙ্কিত ওই যুবক বাড়ির বাথরুমে থাকতে শুরু করেন। ছোট্ট ভাঙ্গা বাড়িতে আর কোথাও থাকার মত জায়গা নেই। তাই বাধ্য হয়ে বাড়ির বাথরুমেই আশ্রয় নেয় সে। পরিবার থেকে এলাকাবাসী সকলেই জানান দ্রুত সরকারি কোনও সেফহোমে সেই যুবককে নিয়ে রাখা হোক। ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন, ‘বিষয়টি জানতে পারলাম। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ পরিবারের তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়নি।