পিপিই কিট পরেই পতাকা উত্তোলন রাজগঞ্জ বিডিও অফিসে

রাজগঞ্জ: করোনা ফাইটার্সদের সঙ্গে নিয়ে অভিনব কায়দায় স্বাধীনতা দিবস উদযাপিত হল রাজগঞ্জের বিডিও অফিস চত্বরে। শনিবার রাজগঞ্জ বিডিও অফিসে ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২ নম্বর ব্যাটলিয়নের এনডিআরএফ জওয়ান ও আধিকারিক এবং ফাইট করোনা গ্রুপের ভলান্টিয়ার্সদের সঙ্গে নিয়ে একটু অন্যরকম স্বাধীনতা দিবস উদযাপন করা হল। বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা যোদ্ধাদের মনোবল বাড়াতে এবং তাঁদের কাজকে সম্মান জানাতেই এমন উদ্যোগ বলে জানান রাজগঞ্জের বিডিও এনসি শেরপা। এদিন পিপিই কিট পরেই পতাকা উত্তোলন করেন সংগঠনের সদস্যরা।

https://www.facebook.com/RNFNewsOfficial/videos/302273914532272/

শনিবার সকাল ন’টা নাগাদ গ্রুপের সদস্যরা এবং এনডিআরএফ আধিকারিকদের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন রাজগঞ্জের বিডিও এনসি শেরপা। রাজগঞ্জের বিডিও জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে যারা সামনে থেকে করোনার সঙ্গে লড়ে চলেছেন তাঁদের উৎসাহিত করা অত্যন্ত প্রয়োজন। সে কারণেই এ বছরের স্বাধীনতা দিবসে অন্যরকম ভাবে উদযাপন করার কথা ভাবা হয়। করোনা ফাইটারসদের সঙ্গে নিয়ে এমন অভিনব স্বাধীনতা দিবস উদযাপন করে তিনি গর্বিত। সামাজিক দূরত্ব মেনে এবং যথাযথ মর্যাদার সঙ্গে সম্পূর্ণ অনুষ্ঠানটি  যথাযথ মর্যাদার সঙ্গে পরিচালিত হল এদিন।