করোনার ভয়ে ভিড় নেই অষ্টমীর স্নানে, বন্ধ আমবাড়ির মেলাও

বাড়ছে করোনার সংক্রমণ! করোনার ভয়ে এবার তেমন ভিড় নেই রাজগঞ্জ ব্লকের আমবাড়ির অষ্টমীর স্নানে। বন্ধ রাখা হয়েছে সাত দিনের মেলাও। এবছর ৫৫ তম বর্ষে পড়ল রাজগঞ্জের আমবাড়ির অষ্টমী স্নান। মঙ্গলবার স্থানীয় গঙ্গাপুজো কমিটি আমবাড়ির অঞ্চল মোড়ে করতোয়া নদীতে অষ্টমীর স্নানের আয়োজন করেন।

প্রতিবারই অষ্টমী স্নান উপলক্ষে সাত দিনব্যাপী মেলা বসে এখানে। কিন্তু এবছর অষ্টমী স্নানের আয়োজন করা হলেও মেলার আয়োজন নেই। কমিটি সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর অষ্টমী স্নান ও মেলায় প্রায় লক্ষ মানুষের সমাগম হয়। গতবছর লকডাউনের জন্য সব আয়োজন বন্ধ রাখা হয়েছিল। এবছর করোনাবিধি মেনে শুধু স্নানের আয়োজন করা হয়। তবে পূণ্যার্থীদের তেমন উপস্থিতি নেই। ঘটনাটি নিয়ে করোনাকেই দায়ী করেছেন পুণ্যার্থী ও ব্যবসায়ীরা।

About The Author