জলপাইগুড়ির সভা সেরে বাগডোগরা ফেরার পথে সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। দৃশ্যমানতা কম থাকায় সেখানে হেলিকপ্টারের জরুরি অবতরণ করতে হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তিতে একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার পর বাগডোগরা ফিরছিলেন। সেইসময় এই ঘটনা। যদিও মুখ্যমন্ত্রী নিরাপদেই, বলে জানিয়েছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
বিগত তিন দিন উষ্ণতা থাকলেও এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। সকালে বৃষ্টি নামে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে এরপর কিছুক্ষণের জন্য আকাশ পরিষ্কার হয়ে যায়। মুখ্যমন্ত্রীর সভা ছিল জলপাইগুড়ির অন্তর্গত ক্রান্তির চেকেন্দা ভান্ডানী ময়দানে। দুপুরে সভা শেষ করার পর মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার।
মাঝপথে হঠাৎ বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে পাইলট হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে পরিষ্কার আকাশের দিকে উড়ান শুরু করেন। তবে তলায় বৈকুন্ঠপুরের ঘন জঙ্গল থাকার কারণে অবতরণ করা সম্ভব হয়নি হেলিকপ্টারের। তবে কিছু সময়ের মধ্যে সেবকের এয়ার বেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সূত্রে খবর মিলেছে, মুখ্যমন্ত্রী আর তাঁর সফর সঙ্গীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।