রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই কোভিড মোকাবিলায় উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে বৈঠক শেষ করে নয়া নির্দেশিরকা ঘোষণা করেন তিনি।
নির্দেশিকায় বলা হয়েছে
বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে।
মেট্রো ও সরকারি বাসের সংখ্যাও কমিয়ে অর্ধেক করে দেওয়া হল।
রাজ্যের কোন জায়গায় ৫০ জনের বেশি লোকের জমায়েত করা যাবে না। জমায়েত করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে।
বিমানে যাতায়াতের ক্ষেত্রে করোনা নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক।
সরকারি এবং বেসরকারি অফিসে ৫০% কর্মী উপস্থিত থাকবেন বাকিদের ওয়ার্ক-ফ্রম-হোম করতে হবে।
সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত বাজার খোলা থাকবে।
ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
বাইরে থেকে লোক এলে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সকলকে আবশ্যিক ভাবে মাস্ক পরতেই হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত শপিং মল, রেস্তরাঁ, পানশালা সব বন্ধ থাকবে।
এখনই লকডাউনের কোনও পরিকল্পনা নেই রাজ্যে।