এবার করোনায় আক্রান্ত চ্যাং কোভিড হাসপাতালের সুপার সহ ৩

শিলিগুড়ি:  উত্তরবঙ্গ মেডিকেলের ৪ চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার খবর আসার কিছুক্ষণের মধ্যেই এবার চ্যাং কোভিড হাসপাতালের সুপার সহ ৩ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে গত পরশু হাসপাতাল সুপারের লালার নমুনা নেওয়া হয় এবং আজ সেই রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরই তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এছাড়া হাসপাতালের আরও ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। এদের মধ্যে একজন টেকনিশিয়ানও রয়েছেন বলে জানা যাচ্ছে। তাদেরও আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়াও মিরিকে একজন বাসিন্দার করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি হরিয়ানা থেকে ফিরেছিলেন।

এদিকে একের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে চিকিৎসক মহলে। পিপিই ও অন্যান্য আত্মরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করেও কিভাবে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।