শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফের দুর্ঘটনার বলি ১। ঘটনাটি ঘটেছে পাঙ্গা বটতলা এলাকায়। সরকারি বাসের সঙ্গে স্কুটির সংঘর্ষে মৃত্যু হয়েছে মাঝবয়সী ব্যক্তির। জানা গিয়েছে, মৃতের নাম গৌতম সরকার (৫৫)। সোমবার রাত ৮টা নাগাদ জলপাইগুড়ির দিক থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি স্কুটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের। দশদরগায় বসটিকে দাড় করিয়ে ভাঙচুর চালায় স্থানীয়রা।
স্থানীয় সূত্রে খবর, রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে সরকারি বাসটি ধাক্কা মারে স্কুটিকে। পরে কিছুটা দূরে হেচড়ে নিয়ে যায় ঘাতক বাসটি। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। দেহ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর দশদরগায় ক্ষুব্ধ জনতা বাসটির ওপর ভাঙচুর চালায় বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।