সাহিত্যিক বুদ্ধদেব গুহ প্রয়াত

প্রয়াত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। প্রায় ১ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই সময় মাসখানেক চিকিৎসার পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব। তবে এ বার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না তাঁর।

হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল। এ ছাড়া তাঁর লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। ফের কোভিড পরীক্ষাও করা হয়েছিল। তবে তাতে সংক্রমণ ধরা প়ড়েনি। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত নানা সমস্যাতেও ভুগছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া বাংলার সাহিত্যমহলে।

About The Author