ব্রাজিলে করোনায় আক্রান্ত ৩ লক্ষ, মৃত ২০ হাজারেরও বেশি

ব্রাজিল: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে হু হু করে বেড়ে চলেছে প্রাণঘাতী করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩ লাখ ছাড়িয়ে দাঁড়িয়েছে  ৩ লাখ ১০ হাজার ৯৮। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৫০৮ জন।

ব্রাজিলে মৃতের সংখ্যা ১২ দিন আগে ছিল ১ হাজর ১শ ৮৮ জন তা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭ জন। সাও পাওলো সংক্রমণের হটস্পটে পরিণত হয়েছে। এই অঞ্চলে ৭৩ হাজার ৭শ মানুষ সংক্রমিত হয়েছে এবং মারা গেছে ৫ হাজার ৫শরও বেশি। এছাড়া রিও ডি জেনেরিওতে ৩২ হাজার ৮৯ জন, দেশটির উত্তর পূর্বাঞ্চলে ৩১ হাজার ৪১৩ আক্রান্ত হয়েছে। এই দুই রাজ্যে মৃতের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৪১২ এবং ২ হাজার ১১৬।

লাতিন আমেরিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ব্রাজিলে।  ফেব্রুয়ারীর ২৬ তারিখ প্রথমে সাও পাওলোতে করোনা রোগী শনাক্ত করা হয়। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তের দিক থেকে ৬ষ্ঠ ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জুলাইয়ের মধ্যে দেশে পরিস্থিতি স্থিতিশীল হয়ে উঠবে এবং আগস্ট থেকে সেপ্টেম্বরে সংক্রমণের হার কমতে শুরু করবে ব্রাজিলে।

About The Author