নিজস্ব প্রতিবেদনঃ করোনাভাইরাসের কারণে থমকে থাকা ভারতের নানা প্রান্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। অভিনেতার অবিরাম সাহায্য পেয়ে আপ্লুত দেশবাসী। শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগণ-সহ অনেকেই। টুইট করে মহারাষ্ট্র সরকার শুভেচ্ছা জানাল সোনুকে। মহারাষ্ট্রের গভর্নরের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে অভিনেতাকে ট্যাগ করে টুইট করা হয়। বলা হয়, ‘‘মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি নিজে সোনু সুদকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। দেশের নানা জায়গা থেকে যে ভাবে তিনি পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজ করে চলেছেন, তা অতুলনীয়।’’ সম্মানিত বোধ করে ধন্যবাদ জানিয়েছেন সোনুও। লিখেছেন, ‘‘এ ধরনের কথা আমার কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেয়। পরিযায়ী ভাই-বোনেরা যতক্ষণ না নিজেদের পরিবারের সঙ্গে একত্রিত হতে পারছেন, ততক্ষণ কাজ করে যাব।’’
মুম্বইয়ের জুহুতে নিজের হোটেল খুলে দিয়েছিলেন অভিনেতা। সেখানে চিকিৎসক, নার্স, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন থাকতে পেরেছেন। কাজ না থাকায় দুর্গতদের পাশেও দাঁড়িয়েছেন। অন্তত ৪৫০০০ জনের খাবারের ব্যবস্থা করেছেন। মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, বিহার… কোনও শ্রমিক দেশের যে প্রান্তেই আটকে থাকুন না কেন, সোনু নিজের উদ্যোগে বাসে করে তাঁদের বাড়ি পাঠিয়েছেন। সোনুর মানবদরদি কাজ নিয়ে লেখাও শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর কার্টুন এঁকে তাঁকে পরিয়ে দেওয়া হয়েছে সুপারম্যানের কেপ। প্রসঙ্গত, সোনু বেশির ভাগ ছবিতেই পার্শ্ব-অভিনেতা। ভিলেনের ভূমিকাতেও অভিনয় করেছেন। তবু বাস্তবে তাঁর পাশে ফিকে হয়ে গিয়েছে হিন্দি ছবির তাবড় তারকাদের নাম। যদিও শাহরুখ খান সাহায্যের হাত বাড়িয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছিলেন, কিন্তু আমির খান বা সলমন খানের কাজের পরিমাণ যেন স্বল্প। যে তৎপরতায় সোনু সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন, তার দিকে তাকালে বলতেই হয়, তিনি এখন পরিযায়ী মানুষদের রিয়েল লাইফ হিরো।