৯৮-এ প্রয়াত অভিনেতা দিলীপ কুমার!

চলে গেলেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। তাঁর মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাহুল গান্ধি সহ দেশের বিশিষ্টজনেরা। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।

https://twitter.com/TheDilipKumar/status/1412600233062699008

দীর্ঘ একবছর ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন তিনি। একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। আগের কয়েকবার সুস্থ হয়ে উঠেছিলেন তবে এবারে আর সুস্থ হয়ে ঘরে ফিরে আসতে পারলেন না। বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে তাঁর দেহাবসান হয়। বুধবার বিকেলে ৫টা নাগাদ তাঁর শেষ কাজ সম্পন্ন হবে।

বলিউড খ্যাত দিলীপ কুমার, জন্মসূত্রে নাম মহম্মদ ইউসুফ খান। তবে সিনেমা জগতে দিলীপ কুমার হিসেবেই বিখ্যাত। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবির মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। ‘জুগনু’ সিনেমায় তাঁর অভিনয় নজর কাড়ে দর্শকদের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। জায়গা করে নিয়েছিলেন দর্শকাসনে।

টুইটারে শোক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দিলীপ কুমারজি অসামান্য কাজ বহু প্রজন্মকে বিমোহিত করেছে। তাঁকে একজন সিনেম্যাটিক কিংবদন্তী হিসেবে স্মরণে রাখবে দেশ। তাঁর চলে যাওয়ায় আমাদের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। পরিবার, পরিজন এবং ভক্তদের প্রতি সমবেদনা জানাই।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সিনেমা জগতের অন্যতম দিলীপ কুমারের মৃত্যুতে শোকাহত। তাঁর অভিনয় ভবিষ্যৎ প্রজন্মর সিনেমা প্রেমীদেরও মনে গেঁথে থাকবে। আন্তরিক সমবেদনা সায়রা বানুকে, তাঁর পরিবার এবং লক্ষ লক্ষ ভক্তদের।’