দু’লক্ষ টাকার চপ্পলে ব্লুটুথ! নকল করতে গিয়ে ধরা পড়লেন হবু শিক্ষকেরা

চপ্পলের মধ্যে ব্লুটুথ লাগিয়ে পরীক্ষায় নকল করছিলেন হবু শিক্ষকেরা! নকল করার পদ্ধতি দেখে চোখ কপালে উঠেছে পুলিশের। প্রায় দুলক্ষ টাকায় কেনা হয়েছিল চপ্পল গুলি। রাজস্থানে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষায় এই কায়দায় নকল করতে গিয়ে গ্রেফতার হলেন পাঁচ হবু শিক্ষক প্রার্থী। ঘটনার পরই প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটার এলাকার মধ্যে চপ্পল খুলে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার রাজস্থানে স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় চপ্পলের ভিতর ব্লুটুথ দিয়ে নকল করায় এক পরীক্ষার্থীকে আজমের থেকে ধরে পুলিশ। এর পর বিকানের এবং সীকর থেকেও পুলিশের জালে ধরা পড়ে নকল করতে যাওয়া বাকি পরীক্ষার্থীরা।

ঘটনা নিয়ে রতনলাল ভার্গব নামের এক পুলিশ অফিসার বলেছেন, ‘‘চপ্পলের সোলের মধ্যে ফোন এবং ব্লুটুথ ডিভাইস ভরে পরীক্ষার হলে এসেছিলেন ওই পরীক্ষার্থীরা। তাঁর কানে একটি যন্ত্র ছিল। পরীক্ষা হলের বাইরে থাকা কেউ তাঁকে সাহায্য কর‌ছিলেন।’’ পুলিশ জানিয়েছে, খুব বুদ্ধি করে বানানো হয়েছে এই ‘নকলকারী চপ্পল’। সূত্র মারফত পুলিশ জানতে পেরেছে, প্রায় দু’লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বিক্রি করা হয়েছে এই চপ্পল।

About The Author