এবার শিলিগুড়িতেও ব্ল্যাক ফাঙ্গাসে (মিউকরমাইকোসিস) সংক্রামিতের হদিস মিলল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি শহরের প্রধাননগর এলাকার এক মহিলা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তিনি ক’দিন আগেই করোনা আক্রান্ত হয়ে পরে সুস্থ হয়ে উঠেছিলেন।
শনিবার সন্ধ্যায় ব্ল্যাক ফাঙ্গাস উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রবিবার রিপোর্ট এলে দেখা যায়, ওই মহিলা ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রামিত হয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা সংকটজনক। সোমবার তাঁর অস্ত্রোপচার হবে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ায় ওই মহিলার অস্ত্রোপচার করা হবে। যেখানে যেখানে সংক্রমণ পৌঁছেছে সেইসব অংশ কেটে বাদ দেওয়া যেতে পারে। কিন্তু সংক্রমণ মস্তিষ্কে পৌঁছে গেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।