বিজেপি পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

জলপাইগুড়ি: বিজেপি পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে। খবরের প্রকাশ, মাগুরমারি-১ নং গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নিরঞ্জনপাট এলাকার ১৫/১১৫ নং বুথের পঞ্চায়েত সদস্য সঞ্জয় রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে বুধবার ভোরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। দেহটি ধূপগুড়ি হাসপাতাল থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। কি কারণে তিনি আত্মহত্যা করলেন এ বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একজন ভালো মানুষ হিসেবে এলাকায় তিনি পরিচিত ছিলেন বলে সূত্রের খবর। এমন আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত সঞ্জয় রায়ের দুই সন্তান রয়েছে। জলপাইগুড়ি মর্গে মৃতের আত্মীয়রা সাংবাদিকদের সামনে এ বিষয়ে মুখ খুলতে চাননি। ঘটনার তদন্ত করে দেখছে ধুপগুড়ি থানার পুলিশ।

About The Author