রায়গঞ্জ: সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃত দেহ উদ্ধার ঘিরে সকাল সকাল চাঞ্চল্য ছড়াল। রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাড়ি থেকে কিছুটা দূরে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। প্রাক্তন বিধায়কের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁকে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তাঁরা। মৃত দেহ উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। বিজেপির তরফে খুনের অভিযোগ আরও স্পষ্ট হয়েছে। জেলা বিজেপির বক্তব্য, দেবেন রায়কে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ২০১৬ সালে হেমতাবাদ বিধানসভা আসন থেকে সিপিএম দলের টিকিটে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জয়ী হয় দেবেন্দ্রনাথ রায়। ২০১৯ লোকসভা নির্বাচনের পর সিপিএমের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন দেবেনবাবু। রাজ্য বিজেপির যুগ্ম সম্পাদক অমিতাভ চক্রবর্তী এই অভিযোগ তুলে ঘটনা টুইটারে তুলে ধরেছেন।
https://twitter.com/Amitava_BJP/status/1282504085309026305