BJP-র প্রার্থী ঘোষণা: শিলিগুড়িতে শংকর ঘোষ, রাজগঞ্জে সুপেন রায়, ডাবগ্রামে শিখা চ্যাটার্জী

শিলিগুড়ি: বৃহস্পতিবার বিজেপির তরফে ১৪৮টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হল। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী অ্যাডভোকেট সুজিত সিনহা। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হলেন সদ্য বামফ্রন্ট ছেড়ে আসা শঙ্কর ঘোষ। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী সুপেন রায়, ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চ্যাটার্জী। মাল বিধানসভা মহেশ বাগে, নাগরাকাটা পুনা ভাংরা, মাটিগাড়া-নকশালবাড়ি আনন্দময় বর্মন, ধুপগুড়ি বিষ্ণুপদ রায়, ময়নাগুড়ি কৌশিক রায়। চোপড়ায় মহঃ শাহিন আখতার।

কৃষ্ণনগর উত্তরে বিজেপি-র প্রার্থী হলেন মুকুল রায়। কালিয়াগঞ্জে সৌমেন রায়। তেহট্টে আশুতোষ পাল। নাকাশি পাড়া শান্তনু হেব। কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়। বিধাননগরে সব্যসাচী দত্ত। রাজারহাট-গোপালপুরে শমীক ভট্টাচার্য। আসানসোলে অগ্নিমিত্রা পাল। আসানসোল উত্তরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। শান্তিপুর জগন্নাথ সরকার। কৃষ্ণগঞ্জ আশীষ কুমার বিশ্বাস। রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী। কল্যাণী অম্বিকা রায়। পানিহাটিতে সন্ময় বন্দ্যোপাধ্যায়। বরাহনগর অভিনেত্রী পার্নো মিত্র। বসিরহাট উত্তরে নারায়ণ মণ্ডল। চাকুলিয়ায় সচিন প্রসাদ। হেমতাবাদে চাঁদিমা রায়। মন্তেশ্বরে সৈকত পাঁজা।

About The Author